শ্রীপুরে ৪ শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মাগুরার শ্রীপুরে পুলিশের অভিযানে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে শ্রীপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন — মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিম পাড়ার মিন্টু, মুন্সি নাজমুল হাসান রমেল এবং মোঃ হামিদুল ইসলাম।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
What's Your Reaction?






