শ্রমজীবী মানুষের জন্য আমৃত্যু কাজ করেছেন শহীদ জিয়া – শামসুদ্দীন মিয়া ঝুনু

কবির হোসেন, আলফাডাঙ্গা, প্রতিনিধি, ফরিদপুর
May 1, 2025 - 23:39
 0  1
শ্রমজীবী মানুষের জন্য আমৃত্যু কাজ করেছেন শহীদ জিয়া – শামসুদ্দীন মিয়া ঝুনু

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমৃত্যু দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করেছেন। তার সুযোগ্য পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন ঘটবে—এমন মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহামুদুল হাসান ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শামসুদ্দিন মিয়া ঝুনু আরও বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে, যাতে শ্রমজীবী মানুষ প্রকৃত অর্থে পরিবর্তনের সুফল ভোগ করতে পারে।”

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন।

আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোকিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রসুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জিয়া প্রজন্ম দলের সভাপতি ইকরাম হোসেন, ও আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাজিম।

আলোচনা সভার আগে শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow