রুয়েট ছাত্রছাত্রীদের মানববন্ধন: রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন দাবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রছাত্রীরা প্রশাসনে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতে মানববন্ধন করেছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই ২০২৪ সালের অভ্যুত্থানের এক বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম ‘সিন্ডিকেটে’ এখনো একটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা বহাল আছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
শিক্ষার্থীদের দাবি, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে গঠিত সিলেকশন বোর্ডেও দলীয় প্রভাব বিদ্যমান থাকায় সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের আস্থা হারিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীরা ১২ দফা দাবি উত্থাপন করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ‘ইউনিক কোডিং সিস্টেম’ চালু করা। কিন্তু এক বছর পার হলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাদের।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে দ্রুত সময়সীমাসহ একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ অপরিহার্য।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে অনীহা দেখালে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
What's Your Reaction?






