মে দিবস উপলক্ষে ফরিদপুরে সিপিবির বিক্ষোভ ও সমাবেশ

মহান মে দিবস উপলক্ষে কমিউনিস্ট পার্টি বাংলাদেশের (সিপিবি) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে পাঁচটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা সিপিবির সভাপতি আযাদ আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক।
এছাড়াও বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, ফরিদপুর জেলা রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা যুব ইউনিয়নের সভাপতি ইমদাদ মিয়া এবং সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। অথচ এখনো ৮ ঘণ্টা শ্রম, ৮ ঘণ্টা বিশ্রাম ও ৮ ঘণ্টা বিনোদনের যে ন্যায্য দাবি—তা বাস্তবায়িত হয়নি। আজও শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত।”
তারা অবিলম্বে রাজনৈতিক সংস্কার ও একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানান, যাতে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্ধারণ করতে পারে। পাশাপাশি দেশের প্রতিটি শ্রমিককে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে আন্দোলনের মাধ্যমে তা আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন স্লোগানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
What's Your Reaction?






