ভিপি সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয়

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 26, 2025 - 17:07
 0  6
ভিপি সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয়

নওগাঁয় ভিপি (ভেষ্টেড প্রপার্টি) সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদ ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী পরিবার। সোমবার (২৬ মে) বেলা ১১টা ৩০ মিনিটে শহরের মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের কাজীর মোড় এলাকার মৃত ইয়াকুব আলী কবিরাজের ছেলে আলহাজ্ব ইউসুফ আলী কবিরাজ। তিনি জানান, সদর উপজেলার চকএনায়েত মৌজার সাবেক খতিয়ান নম্বর ৫৭/৮০-এর আওতাভুক্ত ভিপি কেসভুক্ত সম্পত্তির ২০ শতাংশের মধ্যে ৫ শতাংশ জমি প্রায় ৪৬ বছর আগে ইজারা নিয়ে ভোগদখল করছেন। নিয়মিতভাবে সরকারি রাজস্বও পরিশোধ করে আসছেন তিনি।

তবে সম্প্রতি কাজীর মোড় এলাকার আব্দুল কাদেরের ছেলে লালন, করনেশন পাড়ার দহির উদ্দিনের ছেলে লিটন, মৃত সোলেমান আলীর ছেলে বাবু, হাবিব, রুবেল, রাহেন ও মানিকসহ আরও কয়েকজন ব্যক্তি তার ভোগদখলকৃত সরকারি জমি দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

ইউসুফ আলী কবিরাজ বলেন, “ইজারাকৃত জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ বন্ধ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নওগাঁ সিনিয়র সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করি। আদালত ওই সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা প্রদান করলেও অভিযুক্তরা পুনরায় দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার বাড়ির সামনে থাকা ওই জমিটি চলাচলের একমাত্র রাস্তা। সেটি দখল হলে পুরো পরিবার অবরুদ্ধ হয়ে পড়বে।”

তিনি আরো বলেন, “সম্পত্তিটি অন্যত্র ইজারা না দিয়ে আমার নামে ইজারা প্রদানের সুপারিশ করেন তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। বর্তমানেও জমিটি আমার দখলে রয়েছে। কিন্তু কুচক্রী মহল নানা ভয়ভীতি ও হয়রানিমূলক আচরণে পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে।”

তিনি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভিপি সম্পত্তির ইজারা স্থায়ী বা দীর্ঘমেয়াদে নবায়নের দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছেলে ইয়াছির আরাফাত নাহিদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত লালন বলেন, “আমি আমার পৈতৃক সম্পত্তিতে দোকান নির্মাণ করেছি। কারও জমি দখল করিনি। যেহেতু জমিটি সরকারি, তাই জনসাধারণের স্বার্থে উন্মুক্ত রাখতে সবাই মিলে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি।”

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow