বেরোবি ক্যাম্পাস রেডিও স্বেচ্ছাসেবকদের সঙ্গে উপাচার্যের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) ক্যাম্পাস রেডিওতে নবনিযুক্ত স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ক্যাম্পাস রেডিও হবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক মতপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সকল শিক্ষার্থীর চিন্তা, ভাবনা, এবং উদ্ভাবনী ধারণা এখানে গুরুত্ব পাবে।” তিনি আরও বলেন, “সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ রেডিওর সঙ্গে যুক্ত থেকে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব এবং সাংগঠনিক সক্ষমতা বাড়বে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পাস রেডিওর পরিচালক ড. মোছাঃ সিফাত রুমানা। বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ।
অনুষ্ঠানে ক্যাম্পাস রেডিও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ছাড়াও নবনিযুক্ত স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বাড়াবে এবং ক্যাম্পাস রেডিওকে আরও গতিশীল করে তুলবে বলে মত দেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?






