বেগমগঞ্জে শওকত আজিজ রাসেলের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নোয়াখালীর বেগমগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় বেগমগঞ্জের চৌমুহনীতে নিজ হোয়াইট হাউসে তিনি এ মতবিনিময়ের আয়োজন করেন।
শওকত আজিজ রাসেল শিল্পোদ্যোক্তা ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম এমপি’র ছেলে। মতবিনিময়কালে তিনি বলেন, বিগত সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাকে নোয়াখালী-৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। আগামীতেও তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া তাকে জানিয়েছেন, তারেক রহমান দেশে ফিরলে তার সঙ্গেই বিএনপির রাজনীতি চালিয়ে যেতে হবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে দেশের প্রেক্ষাপট ভালো নয়, অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আমি মনোনয়ন পাবো, আর যদি না-ও পাই, তবুও বেগমগঞ্জের উন্নয়নে কাজ করে যাবো সাংবাদিকসহ সবার সহযোগিতা নিয়ে।”
মতবিনিময় সভায় নোয়াখালী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহ আবদুল্লাহ আল বাকী, জিএস হানিফ, জেলা বিএনপির সদস্য আবু নাছের মামুন, শাহীন চেয়ারম্যানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






