বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার দাওয়াতি মাসের উদ্বোধন
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার আয়োজনে দাওয়াতি মাসের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জনতা ব্যাংকের মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, জেলা সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, প্রচার সম্পাদক মাওলানা সারোয়ার হোসেন, মহানগর সভাপতি মাওলানা নাজমুল ইসলাম, মহানগর সেক্রেটারি শেখ মোহাম্মদ হেলাল, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাফত মজলিসের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ