ফুটবলার আনাই মগিনী যোগদান করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
May 18, 2025 - 21:07
 0  7
ফুটবলার আনাই মগিনী যোগদান করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে

বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম তারকা আনাই মগিনী এখন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা। শনিবার (১৭ মে) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নিজ কার্যালয়ে আনাই মগিনীর হাতে নিয়োগপত্র তুলে দেন।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলার সাতভাইয়া পাড়ার বাসিন্দা আনাই মগিনী দীর্ঘদিন ধরে বাংলাদেশের নারী ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয় দলের হয়ে একাধিক আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করে দেশের জন্য সাফল্য এনে দিয়েছেন তিনি। তার এই ক্রীড়া সাফল্যের স্বীকৃতি হিসেবেই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ তাকে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

২০২১ সালে ভারতের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালে বিজয়ী গোল করে আলোচনায় আসেন আনাই মগিনী। সম্প্রতি তিনি খাগড়াছড়ি জেলা শহরে ব্যবসায়িক কার্যক্রমে মনোযোগী হন। তবে জেলা পরিষদের এই নিয়োগ তার জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, “আনাই মগিনী আমাদের জেলার গর্ব। তার ফুটবল দক্ষতা দেশের ক্রীড়ামোদীদের মুগ্ধ করেছে। তার জন্য বাংলাদেশের ফুটবল আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করতে পেরেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ তার এ অবদান মূল্যায়নের চেষ্টা করেছে। ভবিষ্যতেও এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

নিয়োগপত্র গ্রহণের পর আবেগাপ্লুত আনাই মগিনী বলেন, “এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। ফুটবলের মাধ্যমে দেশের সেবা করেছি। এখন প্রশাসনিক দায়িত্বের মাধ্যমে আরও কিছু করার সুযোগ সৃষ্টি হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা আমাকে এভাবে সম্মানিত করায় আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। আমি আমার কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে চাই।”

নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে আনাই মগিনীর ছোট বোন আনুচিং মগিনী, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ম্রাচাথোয়াই মারমাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow