ফরিদপুরে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 19, 2025 - 16:59
 0  4
ফরিদপুরে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপন অনুষ্ঠিত

ফরিদপুরে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজন করা হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। ফরিদপুরে ১৯৭৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় নিহত সাত শহীদের স্মরণে তাঁদের নামে সাতটি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং জেলা বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১ নম্বর যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নাইমুল ইসলাম, সংগঠনের মুখপাত্র জেবা তহসিন, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এই বৃক্ষরোপণ শুধু স্মৃতিচিহ্ন নয়, নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার একটি প্রচেষ্টা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow