ফরিদপুরের সদরপুরে আকাশে উড়ার প্যারামোটর তৈরি করে চমক দেখালেন মারুফ

ফরিদপুরের সদরপুর উপজেলার খেজুর তলা গ্রামে প্যারামোটর তৈরি করে চমক দেখিয়েছেন মারুফ মোল্লা। তার তৈরি প্যারামোটরটি আকাশে উড়িয়ে সকলের মাঝে বিস্ময় সৃষ্টি করেছে।
ছোটবেলা থেকেই আকাশে উড়ার স্বপ্ন দেখে আসছিলেন মারুফ। তবে পরিবারের দারিদ্র্যতার কারণে এসএসসি পাশের পর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। কিন্তু তার মনোবল এবং আকাশে উড়ার আকাঙ্ক্ষা তাকে কোনোভাবেই থামাতে পারেনি।
প্যারামোটর তৈরি করার জন্য বহু বাধা-বিপত্তি পার করতে হয়েছে মারুফকে। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে এবং নিজস্বভাবে যন্ত্রাংশ সংগ্রহ করে প্রায় কয়েক মাসের চেষ্টায় সফলভাবে তিনি প্যারামোটরটি তৈরি করেন। শুরুতে অনেক সমালোচনা শুনতে হলেও, আকাশে উড়ানোর পর তার পরিবার এবং এলাকাবাসীর আনন্দের অন্ত ছিল না।
এলাকার স্থানীয়রা জানিয়েছেন, "ছোটবেলা থেকেই কিছু না কিছু তৈরি করতো মারুফ। হঠাৎ দেখলাম আকাশে উড়ছে! আমাদের এলাকার ছেলে এমন একটা কাজ করে দেখাল, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়।"
মারুফ মোল্লা বলেন, "ছোটবেলা থেকেই আকাশে উড়ার ইচ্ছা ছিল। আমি ৫-৬ মাসের প্রচেষ্টায় সফল হয়েছি। বিদেশ থেকে প্যারামোটর আনতে প্রায় ৯-১০ লক্ষ টাকা খরচ হয়, কিন্তু আমি মাত্র ১ লক্ষ টাকায় এটি তৈরি করতে সক্ষম হয়েছি। যদি সরকারের সহযোগিতা পাই, তবে আরও বড় মাপের প্যারামোটর তৈরি করব এবং এটি বাজারজাত করব। এর পাশাপাশি, আমি ইলেকট্রিক্যাল থেরাপি মেশিন তৈরি করেছি, যা হাত-পা ঘামানোর সমস্যার সমাধান দিতে সাহায্য করবে।"
মারুফের এই অবদান এলাকার মানুষের মধ্যে এক নতুন সম্ভাবনা ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
What's Your Reaction?






