ফরিদপুরের ভাঙ্গায় জুলাই পুনর্জাগরণে উন্নত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 26, 2025 - 14:29
 0  11
ফরিদপুরের ভাঙ্গায় জুলাই পুনর্জাগরণে উন্নত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার

"জুলাই বিপ্লব ২০২৪"-এর চেতনাকে বুকে ধারণ করে উন্নত সমাজ গঠনের অঙ্গীকারে ফরিদপুরের ভাঙ্গায় অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ’ অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে এ অনুুষ্ঠান আয়োজিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন প্রশাসনিক কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী, পাট কর্মকর্তা এহসান উল হক, একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, সফটওয়্যার প্রকৌশলী রিফাত বিন আতিক, এনসিপি ভাঙ্গা উপজেলার আহ্বায়ক মোঃ আশরাফ শেখ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবং উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সময় ‘জুলাই বিপ্লব ২০২৪’-এর গুরুত্বপূর্ণ ঘটনাবলি ও সংগ্রামের আলোকচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা ‘জুলাই বিপ্লব’-এর চেতনাকে ধারণ করে একযোগে শপথ গ্রহণ করেন এবং পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow