থানচিতে শিক্ষার্থীদের কলমে বাল্যবিবাহ প্রতিরোধের ডাক

বান্দরবানের থানচি উপজেলায় নারী শিক্ষার্থীদের মাঝে সামাজিক সচেতনতা তৈরিতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। "বাল্যবিবাহ নয়, বিকশিত হোক প্রতিটি প্রাণ"—এই মূলমন্ত্রকে ধারণ করে এবং পাহাড়ি নারীদের প্রজনন স্বাস্থ্য অধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজন করা হয় বিদ্যালয় পর্যায়ের রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বুধবার, ১০ সেপ্টেম্বর, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে। আন্তর্জাতিক দাতা সংস্থা 'ডিকোনিয়া বাংলাদেশ'-এর আর্থিক সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা 'বলিপাড়া নারী কল্যাণ সমিতি' (বিএনকেএস) এই গুরুত্বপূর্ণ আয়োজনটি সম্পন্ন করে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছোটন দত্তের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক যোহন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য ও সহকারী শিক্ষক ফ্রান্সিস ত্রিপুরা, বিএনকেএস-এর প্রকল্প সমন্বয়কারী পেহেলিকা চাকমা এবং সহকারী শিক্ষিকা মেসাইনু মারমা।
বক্তারা বলেন, শিক্ষা ও সচেতনতাই পারে বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে। তারা নারী শিক্ষার্থীদের নিজেদের স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং লিঙ্গবৈষম্যহীন একটি সুন্দর সমাজ গঠনে তাদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়। এই আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয়রা।
What's Your Reaction?






