ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
May 1, 2025 - 23:21
 0  5

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উমপাড়া আর্মি ক্যাম্পের সামনে মাওয়া মুখি লেনে প্রাইভেটকারের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি প্রাইভেটকার ওই যুবককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে নিহতের মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়, ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি পালানোর চেষ্টা করলেও একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতির প্রতিক্রিয়া দেখিয়ে সেটিকে আটকে দেয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও প্রাইভেটকারটি উদ্ধার করে।

হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহতের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে এবং ঘাতক প্রাইভেটকারটিও হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow