জামায়াতের আয়োজনে ‘জুলাই আন্দোলন’ শহীদ পরিবারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকা
Jul 11, 2025 - 21:47
 0  4
জামায়াতের আয়োজনে ‘জুলাই আন্দোলন’ শহীদ পরিবারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার (১১ জুলাই ২০২৫) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত ‘জুলাই আন্দোলনের শহীদ পরিবার, পঙ্গুত্ব বরণকারী ও আহতদের’ নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, যিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর হিসেবে দীর্ঘদিন জেল-জুলুমের শিকার ছিলেন।

সভায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের পরিবার, বিশেষ করে শহীদদের মা, বাবা, স্ত্রী ও সন্তানরা কান্নাজড়িত কণ্ঠে দ্রুত বিচার, স্বীকৃতি ও পুনর্বাসনের দাবি জানান।

এক শহীদ মায়ের কথায় উঠে আসে গভীর বেদনা: “ড. ইউনুস ওয়াদা করেছেন এক বছরের মধ্যে বিচার হবে। আমি এখন সেই বিচার চাই—না হলে আমার সন্তানকে ফিরিয়ে দিন।”

এক শহীদের বাবা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন: “স্বৈরাচার খুনিদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেয়া হবে না। প্রয়োজনে আবারও মাঠে নামব ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে একাধিক শহীদ-পত্নী ছোট সন্তানদের কোলে নিয়ে বক্তব্য দেন।

 “স্বামীহারা হয়ে এতিম সন্তান নিয়ে দুঃসহ জীবন কাটাচ্ছি। যদি বিচার না হয়—তবে আমাদেরও মেরে ফেলুন।”

শহীদ মাসুমের স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন: “যাদের রক্তে আজকের ইন্টারিম সরকার টিকে আছে, সেই শহীদদের ন্যূনতম মূল্যায়ন পর্যন্ত করা হয়নি।

তিনি আরো বলেন: “১৬ বছর যারা ভোটের মুখ দেখেনি, তাদের আজ ভোটের দরকার পড়েছে! অথচ আমাদেরকে সমাজে শুধু বলা হয়—এতিম সন্তান, বিধবা স্ত্রী, ছেলে হারা মা-বাবা।”

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ সেলিম উদ্দিন।

তিনি বলেন— “জুলাই আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। তাদের পরিবার ও স্বজনদের পাশে জামায়াত সবসময় আছে এবং থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow