চার দিনের ভোগান্তি শেষে সচল চন্দ্রঘোনা-রাইখালী ফেরি

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 11, 2025 - 16:16
 0  4
চার দিনের ভোগান্তি শেষে সচল চন্দ্রঘোনা-রাইখালী ফেরি

অবশেষে চার দিনের তীব্র ভোগান্তি আর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে স্রোতের তীব্রতা কিছুটা কমে আসায় সোমবার (১১ আগস্ট) সকাল থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে রাঙ্গামাটি ও চট্টগ্রামের হাজারো যাত্রী এবং যানবাহন চালকদের মধ্যে।

সোমবার সকাল সাড়ে ৯টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায় চিরচেনা ব্যস্ততার দৃশ্য। কর্ণফুলী নদীর দুই পাড়ে অপেক্ষমাণ অসংখ্য বাস, ট্রাক ও ছোট গাড়ি পারাপারের জন্য ফেরিতে উঠছে। গত চারদিনের স্থবিরতা কাটিয়ে ঘাট এলাকায় ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এই ফেরি সার্ভিসটি রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনাকে সংযুক্ত করে, যা এই অঞ্চলের যোগাযোগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা মুঠোফোনে জানান, "কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট খুলে দেওয়ায় নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছিল। নিরাপত্তার কথা ভেবে গত ৭ আগস্ট সকাল থেকে আমরা ফেরি চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ (সোমবার) সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।"

ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চালকরা। বাসচালক মো: ইউসুফ বলেন, "গত চারদিন ফেরি বন্ধ থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়েছিলাম। অনেক পথ ঘুরে আমাদের যাতায়াত করতে হয়েছে, এতে সময় ও খরচ দুটোই বেড়েছে। আজ ফেরি চালু হওয়ায় আমাদের কষ্ট দূর হলো।"

এই ফেরি পুনরায় চালু হওয়ায় দুই জেলার মানুষের দৈনন্দিন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিক গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow