গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে, সকাল ১০টা ৩ মিনিটে, ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে আরও ১০টি ইউনিট এসে যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় বেলা ১১টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, মার্কেটের পঞ্চম তলার একটি গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই তলায় বেশ কিছু ইলেকট্রনিক্স পণ্যের দোকান ও গুদাম ছিল, যা আগুনের তীব্রতা বাড়াতে সাহায্য করে থাকতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ীরা জানান, সকালে মার্কেট খোলার পরপরই তারা ধোঁয়া দেখতে পান এবং আতঙ্কিত হয়ে পড়েন। আগুনে তাদের দোকানের মূল্যবান সামগ্রী পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা।
এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
What's Your Reaction?






