কাপ্তাইয়ে বিএন স্কুল এন্ড কলেজে এসএসসি উত্তীর্ণদের কৃতি সংবর্ধনা

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি
Jul 19, 2025 - 19:00
 0  2
কাপ্তাইয়ে বিএন স্কুল এন্ড কলেজে এসএসসি উত্তীর্ণদের কৃতি সংবর্ধনা

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টায় কলেজ মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের গভর্নিং বডির চেয়ারম্যান এবং বানৌজা শহীদ মোয়াজ্জম-এর অধিনায়ক কমডোর আমানত উল্লাহ (জি), এনইউপি, এএফডব্লিউসি, পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “লেখাপড়ার মূল উদ্দেশ্য হচ্ছে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা। শুধু ভালো চাকরি পাওয়ার জন্য নয়, শিক্ষার মাধ্যমে মানবিক গুণাবলী, সামাজিক দায়বদ্ধতা এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি হওয়াটাই শিক্ষার প্রকৃত লক্ষ্য।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ আলিফ উল্লাহ এবং উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। সহকারী শিক্ষক অভিজিৎ সরকারের পরিচালনায় আবৃত্তির মাধ্যমে সংবর্ধিত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হয়।

পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক প্রবীর খেয়াং, ওয়াগ্গা ১০০নং মৌজার হেডম্যান অরুণ তালুকদার, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য, চলতি বছর কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় মোট ১০২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সবাই উত্তীর্ণ হয়েছে, ফলে পাসের হার শতভাগ। এর মধ্যে ৪৭ জন জিপিএ-৫ অর্জন করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow