কাউখালীতে "জুলাই পুনর্জাগরণে" সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Jul 27, 2025 - 02:02
 0  0
কাউখালীতে "জুলাই পুনর্জাগরণে" সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় পিরোজপুরের কাউখালী উপজেলাতেও “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এ শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মো. হুমায়ুন কবির, এবং ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. আহসান কবির বলেন, “আজকের এই শপথ অনুষ্ঠান কাউখালীকে একটি ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস ও সহিংসতামুক্ত মানবিক উপজেলা হিসেবে গড়ার প্রেরণা জোগাবে। দল-মতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন এবং সাম্যের সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”

এইচ. এম. দ্বীন মোহাম্মদ বলেন, “একটি আদর্শ, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। দলগত পরিচয়ের চেয়ে দেশপ্রেম বড় হতে হবে।”

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, “২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদদের স্মরণে আমরা শপথ নিচ্ছি – একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলবো। এজন্য প্রয়োজন ঐক্য, নিষ্ঠা ও দায়িত্ববোধ।”

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং সকলে একযোগে শপথ পাঠে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow