আশুলিয়ায় ছাত্রদলের মিলাদ মাহফিল — জুলাই-আগস্টের শহীদদের স্মরণে বিশেষ দোয়া

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় আশুলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে আশুলিয়ার কুটুরিয়া এলাকার ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনি দেওয়ান, জেলা উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হাবিব, সানোয়ার হোসাইন, আলহাজ্ব মাদবরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া মিলাদ মাহফিলে অংশ নেন এসআই আলামিন, মোজাম্মেল হোসেন, শাহরিয়ার ইমন, রয়মান মোস্তফা, হৃদয় মাদবর, মারুফ হোসেন, মাসুদ রানা, ইমন মণ্ডল, পাথালিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম শাওন, ইয়ারপুর ইউনিয়নের মেরাজ সরকার, ধামসোনা ইউনিয়নের রাশেদ ভূঁইয়া, হোসাইন রকি, তানজিল রহমান, শাকিলসহ আরও অনেকে।
What's Your Reaction?






