আলিপুর টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 25, 2025 - 22:18
 0  1
আলিপুর টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং

আলিপুর যুব সমাজ আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ফরিদপুরের আলিপুর প্রজেক্ট মাঠে অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এই ফাইনাল ম্যাচে কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড দল ৭ উইকেটে রাজবাড়ীর সুজন মালিক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচটি উপভোগ করতে দুপুর থেকেই মাঠে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় ও দুই দলের দর্শকরা। উল্লেখযোগ্যভাবে পুরুষ দর্শকদের পাশাপাশি নারী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

খেলার মধ্যবিরতিতে সম্প্রতি ঢাকার দিয়াবাড়িতে ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

খেলার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাঠে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মোবাইল ও ফেসবুক আসক্তি থেকে বেরিয়ে এসে খেলাধুলার মাধ্যমে মানসিক উৎকর্ষ সাধন সম্ভব।” তারা ভবিষ্যতেও নিয়মিত খেলার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন এবং মাঠে নারীদের উপস্থিতিকে স্বাগত জানান।

গত ১৫ এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে নক-আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। সফলভাবে আয়োজনের দায়িত্বে ছিলেন মাহমুদুল হাসান, মোহাম্মদ রিয়াদ, একরামুজ্জামান প্রতীক, মোঃ হামজা বারী, মোহাম্মদ মেহেদী, মোহাম্মদ টিটন ও মোহাম্মদ জহির প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৫০,০০০ টাকা ও ট্রফি এবং রানার আপ দলকে ৩০,০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়। এএমসি ইঞ্জিনিয়ারিং দলের গুল্টিকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং রাজবাড়ীর সুজন মালিক দলের ইকবালকে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করা হয়। খেলা পরিচালনাকারী দুই অ্যাম্পায়ার মিলন শেখ ও নাজমুল ইসলাম এবং ধারাভাষ্যকার বাবুল হোসাইনকেও শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

খেলার মাধ্যমে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা আয়োজনকারীদের আন্তরিকতা ও ক্রীড়ার প্রতি জনগণের ভালোবাসার প্রতিফলন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow