আধিপত্যের লড়াইয়ে প্রতিপক্ষের গুলিতে শুটার মান্নান নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদী আবারও রক্তাক্ত হলো নৌ-ডাকাতদের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে। এবার প্রতিদ্বন্দ্বী নয়ন-পিয়াস ও লালু গ্রুপের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে প্রতিপক্ষের কুখ্যাত নৌ-ডাকাত ও শুটার মান্নান। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে হৃদয় নামে তার আরেক সহযোগী।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম আজাদ জানান, আজ সোমবার সকাল ১০টার দিকে মেঘনা নদীর গুয়াগাছিয়া সংলগ্ন এলাকায় একটি ট্রলারে অবস্থান করছিল শুটার মান্নান ও নৌ-ডাকাত হৃদয়সহ চারজন। এসময় প্রতিপক্ষ নয়ন-পিয়াস ও লালু গ্রুপের সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে।
তিনি আরও জানান, হামলায় বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মান্নানের মৃত্যু হয়। হৃদয়ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। ট্রলারে থাকা বাকি দুজন কোনোমতে নদীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণে বেঁচে যায়।
খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। ওসি আনোয়ারুল আলম আজাদ বলেন, "ঘটনাটি নৌ-ডাকাতদের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের ফল। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এই নৃশংস হত্যাকাণ্ডের পর মেঘনা নদীর তীরবর্তী গজারিয়ার গুয়াগাছিয়া ও আশেপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী নদীপথে চলাচল নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
What's Your Reaction?






