অশ্রুসিক্ত ভালোবাসায় শিক্ষক জামাল উদ্দিনকে বর্ণাঢ্য বিদায়

আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ.
Jul 26, 2025 - 18:16
 0  2
অশ্রুসিক্ত ভালোবাসায় শিক্ষক জামাল উদ্দিনকে বর্ণাঢ্য বিদায়

এটি ছিল শুধু একজন শিক্ষকের বিদায় নয়, বরং একটি ইতিহাসের প্রতি বিনম্র শ্রদ্ধা। আলীকদমের পাহাড়ি জনপদে নারী শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়া 'বাতিঘর', আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক জামাল উদ্দিনকে অশ্রুসিক্ত ভালোবাসা আর বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানালো তার ছাত্র-ছাত্রী, সহকর্মী ও এলাকাবাসী।

১৯৯২ সালে বিদ্যালয়টির প্রতিষ্ঠার প্রথম দিন থেকে যে মানুষটি ছিলেন শিক্ষার্থীদের হাতেখড়ির কারিগর, শনিবার (২৬ জুলাই) সেই প্রিয় শিক্ষকের বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদমের সাবেক উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তবে অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায় রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে। বিশেষ অতিথি হিসেবে এক মঞ্চে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, জেলা বিএনপির সদস্য মাশুক আহমদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী ভূট্টো, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাশুক এলাহী, বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, “জামাল স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না—তিনি ছিলেন আলীকদমের এক আলোকবর্তিকা, যিনি এই দুর্গম জনপদে নারী শিক্ষার অগ্রযাত্রায় নিজেকে উৎসর্গ করেছেন।”

বিদায়ী শিক্ষক জামাল উদ্দিন যখন আবেগময় কণ্ঠে বলেন, “তোমরা মানুষ হও, সত্যিকারের মানুষ। এই বিদ্যালয় আমার প্রাণ, এখানকার প্রতিটি দেয়ালে আমার স্মৃতি বাঁধা,” তখন উপস্থিত অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।

অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, মানপত্র ও স্মারক উপহারে সিক্ত করা হয়। দিনশেষে এটি শুধু একজন শিক্ষকের বিদায় ছিল না, ছিল একটি যুগ ও একটি ইতিহাসের প্রতি আলীকদমের বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow