সালথায় নির্বাচনী প্রচারণায় বটগাছ প্রতীকের গণসংযোগ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Aug 30, 2025 - 20:54
 0  35
সালথায় নির্বাচনী প্রচারণায় বটগাছ প্রতীকের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে জোরেশোরে শুরু হয়েছে প্রচারণা। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য, জনপ্রিয় আইনজীবী ও জননেতা অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী তিনি সালথার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

গণসংযোগে অংশ নিয়ে অ্যাডভোকেট বকুল মিয়া বলেন, “আমি রাজনীতি, আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সবসময় মানুষের পাশে থেকেছি। জনগণের ভালোবাসা ও বিশ্বাসকে শক্তি করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি। হযরত হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীক জনগণের আস্থার প্রতীক। বটগাছ যেমন ছায়া ও মমতা দিয়ে সবাইকে আপন করে নেয়, আমিও তেমনি সবার কল্যাণে কাজ করতে চাই।”

তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সালথা ও নগরকান্দায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। পাশাপাশি যুব সমাজের জন্য গড়ে তুলবেন প্রশিক্ষণ কর্মশালা। এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে উন্নয়নমূলক কর্মসূচি নেয়ার আশ্বাস দেন তিনি।

এদিন গণসংযোগে ফরিদপুর জেলা খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমানসহ মাওলানা আনিছুর রহমান, মুফতি ইব্রাহিম, হাফেজ মাওলানা জুবায়ের হাসান, মাওলানা এনায়েত হোসেন, নুরুল আবেদীন, মুফতি আবুল হাসান, ফজলুল হক ও মৌলবি আকুব্বর মিদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। তারা বটগাছ প্রতীকের পক্ষে গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রচারণার সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তাদের মতে, শিক্ষিত, সৎ ও জনপ্রিয় প্রার্থী হিসেবে বকুল মিয়ার ভাবমূর্তি ইতোমধ্যেই গড়ে উঠেছে। তার অঙ্গীকার ও কর্মপ্রচেষ্টা আগামী দিনে সালথা-নগরকান্দাকে একটি উন্নত জনপদে রূপ দিতে সহায়ক হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow