ভর্তি পরীক্ষার দিন কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, আতঙ্কে পরীক্ষার্থীরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিন ভিক্টোরিয়া কলেজের সামনে কিশোর গ্যাংয়ের প্রকাশ্য অস্ত্রের মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর তিনজন কিশোরকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ১৬-১৭ বছর বয়সী বেশ কিছু কিশোর দেশীয় অস্ত্র নিয়ে কলেজ গেটের সামনে জড়ো হয়। কারও হাতে ছিল রড, হকিস্টিক, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র। আতশবাজি ফোটানো, গালাগালি ও মোটরসাইকেলের শব্দের মাধ্যমে তারা নিজেদের ‘গ্যাং শক্তি’ প্রদর্শন করে।
ঘটনার সময়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য রহমত বিন হানিফ সামাজিক মাধ্যমে লেখেন, ‘পরীক্ষা চলাকালে বাইরে মিছিলের শব্দ শুনে দ্রুত বের হয়ে দেখি অল্প বয়সী ছেলেরা অস্ত্র হাতে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের নিরস্ত করার চেষ্টা করলে তারা উল্টো আমাকে অস্ত্র দেখিয়ে চিৎকার করে চলে যায়। পরে পুলিশকে জানালে তেমন গুরুত্ব দেয়নি।’
ঘটনার পর অনেক অভিভাবক নিরাপত্তার অভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েন। কেউ কেউ বলেন, ‘আমরা সন্তানদের নিয়ে এসেছি ভর্তি পরীক্ষায়, কিন্তু এই পরিস্থিতি দেখে উদ্বেগে আছি। প্রশাসন কিছু করছে না কেন?’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হাসিন ইশরাক মিজার বলেন, ‘৫ আগস্টের পর থেকেই কিশোর গ্যাংয়ের তৎপরতা ভয়াবহভাবে বেড়েছে। প্রশাসনের নীরবতাই তাদের সাহস জুগিয়েছে। মাঝে মাঝে আটক হলেও কিছুদিন পর ছাড়া পেয়ে যায়। যারা গ্যাংগুলোকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কুমিল্লা শহর আরও অনিরাপদ হয়ে উঠবে।’
শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়লেও এখন পর্যন্ত এ বিষয়ে জেলা প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
What's Your Reaction?
কুবি প্রতিনিধিঃ