বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়ীয়া প্রতিনিধি,ময়মনসিংহ
May 6, 2025 - 22:26
 0  1
বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া গ্রামে এক ফিসারিতে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ফিসারির মালিক আলী আশরাফ দাবি করেন, প্রতিপক্ষ মো. আলী গং পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

জানা যায়, গত শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রামে আলী আশরাফের মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়। পরদিন সকালে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ—যেমন রুই, কাতলা, কালিবাউশ, টেংরা, গুলশা, ইলিশ বাটা ও স্বরপুটি—মৃত অবস্থায় ভেসে উঠতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত আলী আশরাফ জানান, রাস্তার ব্যবহার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করেছে। তিনি জানান, পুকুরটি ১১ বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন এবং মাছ ধরার প্রস্তুতি চলছিল। তবে তার আগেই এই নাশকতা চালানো হয়।

এ ঘটনায় তিনি ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা (নং-৫১২/২০২৫, তারিখ-৪ মে ২০২৫) দায়ের করেছেন। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছে।

পিবিআইয়ের ওসি জানান, এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow