ছুটির দিনে জমজমাট ফরিদপুরের ঈদের বাজার

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Apr 5, 2024 - 14:38
 0  5
ছুটির দিনে জমজমাট ফরিদপুরের ঈদের বাজার

পবিত্র ঈদুল ফিতরের বাকি আছে অল্প কয়েকদিন। আর ঈদুল ফিতর উপলক্ষে শেষ মুহূর্তের বেচাকেনায়  ব্যস্ত রয়েছে ‌ ফরিদপুর বিভিন্ন ‌‌স্থানের অভিজাত মার্কেট ও বিভিন্ন মার্কেটে ক্রেতা বিক্রেতারা।

শুক্রবার সকালে শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ঈদ উপলক্ষে এসব মার্কেটে বেচাকেনা চলছে পুরো দমে।
তাছাড়া নিত্য নতুন ডিজাইনের মালামাল চলে আসায় তাতে কাস্টমারদের চাহিদা বাড়ছে। দোকানিরা জানান বেচাকেনা শীর্ষে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের  শাড়ি ও থ্রিপিস, বাচ্চাদের পোশাক, ছেলেদের লুঙ্গি, শার্ট প্যান্ট মেয়েদের চুড়িদার, ইত্যাদি। তবে গত সপ্তাহে বেচাকেনা অতটা ভালো না হলেও ‌ এখন তা কাটিয়ে উঠেছেন।  
এ ব্যাপারে বিপ্লব সরকার নামে এক দোকানি জানান অন্যান্য বছর থেকে এ বছর বেচাকেনা ভালো।
 তবে নিম্ন বিত্তদের  বেশিরভাগ এর ভরসা ফুটপাত ‌ কেননা ফুটপাতে যে পণ্যটি তিন থেকে চারশ টাকার মধ্যে পাওয়া যায় অভিজাত মার্কেট গুলিতে তার দাম অনেক বেশি। এদিকে  শহরের আদর্শ মার্কেট নিউ মার্কেটের সামনে বিভিন্ন ভাসমান দোকান গোয়ালচামট এর  বাইতুল মোকাদ্দেম মার্কেট জনতা ব্যাংকের মোড়ে  অস্থায়ী কিছু দোকান ও আশেপাশের দোকান গুলোতেও  ভালোই  বেচাকানা হচ্ছে।
 এর পাশাপাশি শহরের মোবাইল ফোনের  দোকানগুলোতে বেচাকেনা অনেকটাই ভালো হচ্ছে ‌। চাহিদা বাড়ছে মোবাইল ফোনের দোকান। এই সুযোগে বিক্রেতারা  বেশ কিছু মোবাইলে স্যারের  অফারে দিয়েছেন। ক্রেতারা বলছেন ঈদ উপলক্ষে একটা নতুন মোবাইল তারা ব্যবহার করতে পারলে অনেক ভালো হবে। অন্যদিকে শহরে জুতোর  দোকানগুলি কেউ বেচাকেনা বাড়ছে  দোকানিরা বলছেন সর্বনিম্ন ৩৫০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের জুতা বিক্রি হচ্ছে যাতে সাধারণ লোক সব ধরনের প্রোডাক্ট গুলো কিনতে পারে।
সবকিছু মিলে ফরিদপুরের ঈদের বাজার আর   চাদ রাত  পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে দোকানিরা ‌ জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow