শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেছে প্রায় ১২ শত কেজি ইলিশের প্রথম চালান। বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ইলিশ বোঝাই দুটি পিকআপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। প্রতি বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার ভারতে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দিয়ে থাকে।
যশোরের বেনাপোলের রপ্তানিকারক প্রতিষ্ঠান 'মোহাতাব অ্যান্ড সন্স' প্রতি কেজি ১২.৫ মার্কিন ডলার মূল্যে এই ইলিশ রপ্তানি করে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার 'মেসার্স পরিতোষ বিশ্বাস' নামের একটি প্রতিষ্ঠান এই মাছ আমদানি করেছে। আখাউড়া স্থলবন্দরের 'মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন' নামের সিঅ্যান্ডএফ এজেন্ট মাছগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে ছিল।
'মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন'-এর স্বত্বাধিকারী ফারুক মিয়া জানান, এ বছর আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ৯০ টন ইলিশ রপ্তানির অনুমোদন রয়েছে। প্রথম চালানে ১,১৯২ কেজি ইলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, দুর্গাপূজা শুরুর আগের দিন পর্যন্ত ইলিশ রপ্তানি চলবে। তবে, বাজারে ইলিশের প্রাপ্যতার ওপর নির্ভর করে অনুমোদিত সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করা সম্ভব নাও হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
What's Your Reaction?






