ফরিদপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও পথসভা, সন্ত্রাসী হামলার প্রতিবাদে কঠোর শাস্তির দাবি

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 13, 2025 - 19:49
 0  2
ফরিদপুরে এনসিপির বিক্ষোভ মিছিল ও পথসভা, সন্ত্রাসী হামলার প্রতিবাদে কঠোর শাস্তির দাবি

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে এনসিপি ফরিদপুর জেলা শাখার আয়োজনে সংগঠনের আহ্বায়ক মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর)–এর সভাপতিত্বে এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জুলাই স্মৃতি স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপি ফরিদপুর জেলা শাখার সদস্যসচিব সাইফ হাসান খান (সাকিব), যুগ্ম আহ্বায়ক সৈয়দ আরমানউদ্দিন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিরাজ উদ্দীন শরীফসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর ওপর যারা হামলা চালিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। একটি মহল পরিকল্পিতভাবে আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করার উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow