আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্কঃ
Dec 3, 2025 - 12:59
 0  8
আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক—এমন প্রত্যাশা ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এই নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে।”

বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)–২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দেশের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রতি গভীর প্রশংসা জানান প্রধান উপদেষ্টা।

কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, বছরজুড়ে নিষ্ঠা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি–প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক প্রেক্ষাপটে জটিল নিরাপত্তা–চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে এনডিসি দীর্ঘদিন ধরে একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow