নওগাঁর আত্রাইয়ে পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Dec 2, 2025 - 19:26
 0  6
নওগাঁর আত্রাইয়ে পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁর আত্রাই উপজেলার পরিবার পরিকল্পনা দফতরের FWV, FPI ও FWA সদস্যরা মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতিতে থাকা কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে নিয়োগবিধি কার্যকর করার দাবি জানালেও তা পূরণ না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তারা আরও উল্লেখ করেন, প্রজনন স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা, কিশোর-কিশোরীর পুষ্টিসেবা, টিকাদান কার্যক্রম ও রিপোর্ট প্রদানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম তারা সাময়িকভাবে স্থগিত রেখেছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিবার পরিকল্পনা সমিতির সাধারণ সম্পাদক ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মারুফ খাঁন, পরিবার পরিকল্পনা পরিদর্শক শহিদুল ইসলাম, উজ্জ্বল দেবনাথ, নওগাঁ পরিবার পরিকল্পনার আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি সুরাইয়া সুলতানা (FWV), সহসভাপতি মাহবুবা খানম (FWV) এবং উপজেলার সকল এফডব্লিউএ ও এফপিআই সদস্যবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নিয়োগবিধি বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার।” কর্মবিরতির কারণে সাময়িকভাবে পরিবার পরিকল্পনা সেবায় কিছুটা ভোগান্তি তৈরি হলেও দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকারীরা দৃঢ় অবস্থানে রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow