ধানের শীষের মনোনয়ন না পেয়েও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে কাজ করে যাচ্ছেন যুবদল নেতা এ আর মামুন খান
ধানের শীষের মনোনয়ন না পেয়েও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে কাজ করে যাচ্ছেন যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান।
তিনি ৩১ দফা তৃণমূলের সাধারণ নাগরিকদের মাঝে পৌঁছে দিতে মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ চত্তরে নাগরিক প্রত্যাশা ও বিএনপির ৩১ দফা শীর্ষক পিপলস ডায়ালগ অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময়ে ডিজিটাল প্রজেক্টার এর মাধ্যমে সাধারণ মানুষদের মাঝে চারটি পর্বের এর মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে কেমন ছিলো তা প্রচার করা হয়। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সমাজের সর্বস্তরের মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বেতমোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম. ফেরদৌস রুম্মান, মঠবাড়িয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কবির হোসেন, মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অহিদুজ্জামান মিল্টন প্রমুখ।
এসময় এ আর মামুন খান বলেন, জিয়াউর রহমানের শাসনামল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সাধারণ নাগরিকদের মাঝে তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন করছি। এছাড়া দল যাকে যোগ্য মনে করেছে তাকে মনোনীত করেছে। আমি দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করব।
অনুষ্ঠানে বেতমোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফেরদৌস রুম্মান বলেন, বিগত স্বৈরাচার স্থানীয় সরকারকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে আমার প্রত্যাশা থাকবে যেন স্থানীয় সরকারকে পূনরায় শক্তিশালী করা।
What's Your Reaction?
জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ