সোহাগ হত্যার প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 12, 2025 - 17:27
 0  1
সোহাগ হত্যার প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজধানীর মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা পশ্চিমের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের চকবাজার মসজিদ থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

মহানগর খেলাফত মজলিসের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন—সাধারণ সম্পাদক হাফেজ মোঃ রেজওয়ানুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রবিউল ইসলাম, মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শেখ মোঃ হেলাল, জেলা কমিটির প্রচার সম্পাদক হাফেজ মাহমুদুল্লাহ ও সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা সরোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “রাজপথে মানুষকে হত্যা করে, নতুন করে চাঁদাবাজির রাজনীতি শুরু করে দেশকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা চলছে। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—দাবি করছি।”

তারা আরও বলেন, “৫ই আগস্টের পর থেকে নতুন এক স্বৈরাচারী শক্তি দেশে তাণ্ডব চালাচ্ছে। দিনে-দুপুরে মানুষ খুন হচ্ছে, জনগণের নিরাপত্তা হুমকির মুখে। আমরা এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করছি।”

সমাবেশ শেষে নিহত সোহাগের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে বিক্ষোভকারীরা জনতা ব্যাংক মোড় থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে সমবেত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow