সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরে কচু খেতে ছিঁড়ে পড়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে হরলাল পাল (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হরলাল পাল পূর্বচরবাটার ৩ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের মৃত গিরিশ চন্দ্র পালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশের কচু খেতে লতির জন্য যান হরলাল। খেতে আগে থেকেই ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে পা জড়ালে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর জোনের ডিজিএম মো. আরব আলী সেক জানান, “সকাল থেকে উপজেলায় ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এতে কিছু এলাকায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। দুর্ঘটনাস্থল ওই ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যেই পড়েছে। কিন্তু আমাদের সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রকে কেউ বিষয়টি জানায়নি।” তিনি আরও বলেন, “দুপুর সোয়া ১টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত টেকনিক্যাল টিম পাঠিয়ে ব্যবস্থা নিয়েছি।”
চরজব্বর থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, “বৃদ্ধা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয়দের দাবি, পল্লী বিদ্যুৎ বিভাগের উদাসীনতা এবং ঝড়ো আবহাওয়ার পর ছিঁড়ে পড়া তার দ্রুত অপসারণ না করায় এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ