সিরাজদিখানে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি নিয়ে অবহিতকরণ সভা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হয়েছে "জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ" বিষয়ক এক অবহিতকরণ সভা।
মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সভা সঞ্চালনা করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির (বি.এইচ.পি) মুন্সীগঞ্জ জেলা জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার স্বর্ণা পাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামসেদ ফরিদী, আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.কে.এম তাইফুল হক, মেডিকেল অফিসার ডা. মিঠুন বর্মন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দিনেশ চন্দ্র মণ্ডল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহআলম, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, এম.টি.ইপি.আই আলমগীর গাজী এবং স্বাস্থ্য পরিদর্শক এন. ইসলাম।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনস্বাস্থ্যের ওপর সরাসরি পড়ছে। এই প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করা, পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্যবান্ধব অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মুন্সীগঞ্জ জেলা সমন্বয়কারী মো. আল-আমিন, জেলা ম্যানেজার লুৎফা ইয়াসমিন ও সিরাজদিখান প্রোগ্রাম অফিসার (টিবি) আরিফুল ইসলাম।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
What's Your Reaction?






