“সাংবাদিকরা জাতির দর্পণ” - নিতাই রায় চৌধুরী

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 27, 2025 - 15:46
 0  4
“সাংবাদিকরা জাতির দর্পণ” - নিতাই রায় চৌধুরী

একটি সমাজকে আলোকিত করতে যে পেশা প্রতিনিয়ত প্রশ্ন তোলে, পথ দেখায় এবং অন্যায়ের মুখোশ উন্মোচন করে—তাদের উৎসাহ দিতে মাগুরার মহম্মদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) রাতে প্রেসক্লাব মহম্মদপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। মত-পথ নির্বিশেষে আমাদের একসঙ্গে কাজ করতে হবে উন্নত সমাজ ও ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।” তিনি সাংবাদিকদের পেশাগত একনিষ্ঠতা বজায় রেখে সত্যনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা করার আহ্বান জানান।

প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাপ্তাহিক মহম্মদপুর বার্তা–র সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মিল্টন, দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম তারা, প্রমুখ।

এ সময় প্রেসক্লাব মহম্মদপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিতাই রায় চৌধুরী মহম্মদপুরের উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনাও করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow