শ্রীনগরে শহিদ স্মরণ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 3, 2025 - 17:57
 0  2
শ্রীনগরে শহিদ স্মরণ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ স্মরণে এবং অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল অসুস্থদের সুস্থতা কামনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর কোলাপাড়া মাদরাসা মাঠে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপির যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মমিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক সদস্য সচিব আলী আনছার মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির উপদেষ্টা ইমরান হোসেন সবুজ, সহ-সভাপতি আমিনুল ইসলাম খান লিয়াকত, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, বিএনপি নেতা কফিল বেপারী, মুনসুর মাঝি, আবুল তালুকদার, তাজেল মাদবর, বিল্লাল হোসেন, এনায়েত হোসেন মৃধা, ফিরোজ প্রধান, ছাত্রদল নেতা লিমন মোরল, তানভির সোবাহান ও শেখ জনি প্রমুখ।

বক্তারা শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এ আন্দোলনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে বেগম খালেদা জিয়া ও সকল অসুস্থ নেতাকর্মীর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow