রুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবিতে বিক্ষোভ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজশাহী শহরের ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
তাদের প্রধান দাবি হলো, দশম গ্রেডের পদ সবার জন্য উন্মুক্ত করা এবং সেখানে নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা চালুর মাধ্যমে প্রমোশন ভিত্তিক নয় বরং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।
দ্বিতীয় দাবি হিসেবে শিক্ষার্থীরা উল্লেখ করেন, 'প্রকৌশলী' উপাধিটি শুধুমাত্র বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। তাদের ভাষ্য, ডিপ্লোমা পাশ ব্যক্তিদের এই উপাধি ব্যবহারে প্রকৌশলী পেশার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
তৃতীয় দাবিতে তারা বলেন, সবধরনের পেশাগত বৈষম্য দূর করতে হবে এবং প্রকৌশলীদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করতে হবে।
বিক্ষোভ কর্মসূচিতে রুয়েট কর্তৃপক্ষের প্রতিনিধি এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীরা জানান, তাদের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে তারা বাধ্য হবেন।
What's Your Reaction?






