রাজশাহীতে হচ্ছে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Jul 18, 2025 - 14:11
 0  2
রাজশাহীতে হচ্ছে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’

রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। আগামী ২০ জুলাইয়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে ৫ আগস্ট এটি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে রাজশাহী গণপূর্ত বিভাগ।

স্মৃতিস্তম্ভে রাজশাহীর গেজেটভুক্ত পাঁচজন শহীদের নাম ও ১৯ জুলাইয়ের ছাত্র ও জনতার আন্দোলনের জনপ্রিয় স্লোগানগুলো স্থান পাবে।

জানা যায়, সিঅ্যান্ডবি মোড়ে স্মৃতিস্তম্ভটির পাশেই রয়েছে রাজশাহী সিটি করপোরেশনের অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধুর ৫৮ ফুট উচ্চ ও ৪০ ফুট প্রশস্ত একটি ম্যুরাল। গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর সেই ম্যুরাল আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি সাদা রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়।

রাজশাহী গণপূর্ত বিভাগ আরও জানায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলাতেই ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। রাজশাহীতে স্মৃতিস্তম্ভটির উচ্চতা নির্ধারণ করা হয়েছে ১৮ ফুট, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২ লাখ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow