রংপুরে ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াডে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
May 1, 2025 - 17:02
 0  6
রংপুরে ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াডে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (১ মে) অনুষ্ঠিত হয়েছে ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড ২০২৫’–এর আঞ্চলিক পর্ব। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সার্বিক সহযোগিতায়।

রংপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা পাঁচটি ভাগে বিভক্ত ছিল: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, নবম-দশম শ্রেণি, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়।

প্রতিটি গ্রুপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্যভিত্তিক ও সাধারণ জ্ঞানের প্রশ্নে প্রতিযোগিতা করে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক ও প্রাণবন্ত। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র প্রদান করা হয়।

আয়োজকরা জানান, অলিম্পিয়াডের জাতীয় পর্বে বিজয়ীদের জন্য থাকছে ১ লাখ টাকার পুরস্কার, মিডিয়া ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ এবং খ্যাতনামা গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাতের সুযোগ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow