মহিলা পরিষদের উদ্যোগে বিমান দুর্ঘটনার প্রতিবাদে শোক র্যালি

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ প্রাণহানির ঘটনায় সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদের ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে মহিলা পরিষদের কার্যালয় থেকে একটি শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা হোসনে আরা খানম, সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার, সদস্য সুফিয়া ইয়াসমিন লিপি। এছাড়াও উপস্থিত ছিলেন আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সিগমা আলিম ছন্দা, সদস্য সবিতা রানী বিশ্বাস, ঝর্ণা কুন্ডু, আসমা বেগম, বাররা জাহান দ্রুতি এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ প্রসেনজিৎ বিশ্বাস প্রমুখ।
বক্তারা মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুচিকিৎসার দাবি জানান। তারা বলেন, “ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কেন প্রশিক্ষণ বিমান উড়ানো হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণত এমন প্রশিক্ষণ সমুদ্র উপকূলবর্তী এলাকায় হয়ে থাকে।”
সভায় বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান সরকারের প্রতি।
What's Your Reaction?






