ভাঙ্গায় হাঁস কিনতে গিয়ে বাবা-মায়ের সামনে প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jun 12, 2025 - 10:55
 0  5
ভাঙ্গায় হাঁস কিনতে গিয়ে বাবা-মায়ের সামনে প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে হাঁস কিনতে এসে অটোর ধাক্কায় প্রাণ গেল মাত্র চার বছর বয়সী শিশু নাজিয়ার। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বুধবার (১১ জুন) সকাল ৯টার দিকে মালীগ্রাম-কাউলীবেড়া সড়কে বায়তুন নূর জামে মসজিদের সামনে।

নিহত নাজিয়া দক্ষিণ কাউলীবেড়া গ্রামের জাহিদ আকনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাবা-মায়ের সঙ্গে হাঁস কিনতে বের হয় নাজিয়া। সড়কে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ করেই বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থা গুরুতর হলে ঢাকায় পাঠানো হয়। তবে দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছোট্ট নাজিয়া।

এই মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow