ভাইয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক কলহে ছোট ভাই খুন

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধি, বান্দরবানঃ
Jul 15, 2025 - 15:57
 0  2
ভাইয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক কলহে ছোট ভাই খুন

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন। নিহত যুবকের নাম মোঃ আব্দুর রহমান (২২)। তিনি আজিজনগর ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে পূর্ব চাম্বি আমতলী মুসলিম পাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন আব্দুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় জনতা চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন—মোঃ সোহেল মিয়া (২৩), মোঃ রিয়াজ উদ্দিন (২২), মোঃ জাহেদ (৩০) (পিতা: মোঃ কামাল প্রকাশ বদি) ও হালিমা (৫০) (স্বামী: মোঃ কামাল প্রকাশ বদি)। তারা সবাই চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পানতিশা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আব্দুর রহমানের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জনতার হাতে আটক চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়। মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow