বান্দরবানে মাদক বিরোধী অভিযান, ৪ মাদক ব্যবসায়ী আটক

বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দার পাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে আটক করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২ মে) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। অভিযানে উপস্থিত ছিলেন থানা পুলিশের সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে চারজনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়। আটককৃতদের তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী, তিনজনকে ১৫ দিন করে এবং একজনকে ৬০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে চারজনকেই ৪০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়।
আটকদের মধ্যে একজন হচ্ছেন চৈক্ষ্যং ইউনিয়নের মোস্তফা কামাল আলম (৩২)। বাকি তিনজন হলেন মো. সাদেক হোসেন (২৫), মো. হাবিবুল্লাহ (৩২), ও মো. মুবিন মিয়া (২৯)। এদের ছবি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
এলাকাবাসী মনে করছেন, স্থানীয় প্রশাসনের এমন নিয়মিত অভিযান মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে এবং যুব সমাজকে সুরক্ষায় সহায়ক হবে। তারা প্রশাসনকে এমন অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
What's Your Reaction?






