পিরোজপুরে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
May 1, 2025 - 17:24
 0  4
পিরোজপুরে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মহান মে দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি বলেন, “শিল্প, নির্মাণ, উন্নয়নসহ দেশের সার্বিক অগ্রগতি শ্রমিকদের অবদানের উপর নির্ভরশীল। শ্রমিকদের ন্যায্য মূল্যায়ন ও অধিকার নিশ্চিত করলেই উৎপাদন বাড়বে, দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।” তিনি আরও বলেন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের প্রাপ্য মজুরি নিশ্চিত করতে হবে। নিরাপদ কর্মপরিবেশ, ওভারটাইম, ছুটি, চিকিৎসা সুবিধা ও ভবিষ্যৎ কল্যাণ তহবিল নিশ্চিত করতে মালিক-শ্রমিক পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আব্দুল আউয়াল, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা ও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন।

বক্তারা বলেন, শ্রমিকের ঘামেই গড়ে ওঠে একটি দেশের শিল্প ও উন্নয়ন কাঠামো। তাই তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যূনতম মজুরি নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব।

এদিন মে দিবস উপলক্ষে টাউন ক্লাব মাঠে জেলা শ্রমিক দলের উদ্যোগে ও শহীদ মিনার চত্বরে শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার ব্যবস্থাপনায় পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow