নগরকান্দায় পেঁয়াজের আরতে ভোক্তা অধিকারের অভিযান একাধিক প্রতিষ্ঠানকে জরিমান
ফরিদপুরের নগরকান্দায় পেয়াজের আরতে অভিযান করেছে ভোক্তা অধিকার। এ সময় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালনা করা হয়।
বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি
মো: মাসুম বিল্লাহ্, নগরকান্দা উপজেলা পেঁয়াজ আড়তে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকার অপরাধে আড়ত মালিক হিমায়েত ও মাহাবুব বিশ্বাসকে ৪০০০/- এবং ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ কর্তৃক পেঁয়াজের আড়ত মালিক আশরাফ ঠাকুরকে ২০০০/- জরিমানা করা হয়েছে। টাস্কফোর্সে সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ৬০০০/- জরিমানা করা হয়। কৃষক পর্যায়ে পেঁয়াজ পাইকারী প্রতি কেজি ১১৫-১২০/- বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজার দর সরবরাহ পরিস্থিতি তদারকিতে আড়ত পর্যায়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শিক্ষার্থী প্রতিনিধি ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ব্যাটালিয়ান আনসারের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
What's Your Reaction?
ফরিদপুর জেলা প্রতিনিধি