নওগাঁয় মাকে বাড়িতে ঢুকতে না দেওয়া সেই ছেলে গ্রেপ্তার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jul 15, 2025 - 16:14
 0  3
নওগাঁয় মাকে বাড়িতে ঢুকতে না দেওয়া সেই ছেলে গ্রেপ্তার

নওগাঁ শহরের কাজীর মোড়ে নিজের ৭০ বছরের মাকে বাড়িতে ঢুকতে না দিয়ে দিনের পর দিন অপমান-অপদস্থ করায় অবশেষে মোস্তাফিজুর রহমান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ির গেটে বসে থাকার পর মা বিলকিস আক্তার থানায় লিখিত অভিযোগ দিলে রাতেই ছেলেকে গ্রেপ্তার করা হয়।

বিলকিস আক্তার জানান, তার প্রয়াত স্বামীর স্মৃতিবাহী সেই বাড়ির ৭০ শতাংশের মালিক তিনি। কিন্তু ছেলে সোহাগ জোরপূর্বক মালিকানা নিতে নানা অত্যাচার চালিয়ে আসছে। সোমবার তিনি বাড়িতে ফিরতে চাইলে লোহার গেটে তালা ঝুলিয়ে তাকে আটকে রাখা হয়।

বিলকিস আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্বামীর সঙ্গে হাতে-হাত রেখে তৈরি এই বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে আমারই ছেলে। বলেছে—‘তুই দুই আনার মালিক, তুই রাস্তায় থাক।’ অথচ মেয়েরা তাদের অংশও আমাকে লিখে দিয়েছে।”

এ ঘটনার সময় মানবাধিকার কর্মীরা গেলে সোহাগ তাদের সঙ্গেও দুর্ব্যবহার করে। মানবাধিকার কমিশনের নওগাঁ ইউনিটের সমন্বয়ক চন্দন দেব বলেন, “বিলকিস আক্তার চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন।”

সন্ধ্যায় থানায় উপস্থিত অবস্থায়ও সোহাগ তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করায় পুলিশ তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে।

নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, “মায়ের করা মামলার ভিত্তিতে এবং পুলিশ সদস্যদের সামনেই হুমকি দেওয়ায় মোস্তাফিজুর রহমান সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।”

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দ্রুত বিচারের পাশাপাশি মায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow