ঢাকার রেস্তোরাঁর পথে ২৫০০ কেজি ভারতীয় মাংস

ঢাকার নামীদামী হোটেল-রেস্তোরাঁয় বিক্রির জন্য আনা আড়াই হাজার কেজি ভারতীয় গরুর মাংসের এক বিশাল চালান জব্দ করেছে পুলিশ। অস্বাস্থ্যকরভাবে এবং কোনো ধরনের মান যাচাই ছাড়াই পরিবহন করার সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে একটি ট্রাকসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এই সফল অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার (৩৬) এবং একই উপজেলার ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল (২০)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ১২৫টি প্যাকেটে রাখা ২ হাজার ৫০০ কেজি গরুর মাংসের চালানটি জব্দ করা হয়। তিনি বলেন, এই মাংসগুলো অবৈধভাবে ভারত থেকে চোরাই পথে আনা হয়েছে।
ওসি আরও জানান, জব্দকৃত মাংসগুলো কোনো ধরনের মান যাচাই ছাড়াই এবং যথাযথভাবে ফ্রিজিং না করেই অস্বাস্থ্যকরভাবে পরিবহন করা হচ্ছিল। এই অসাধু চক্রটি দীর্ঘদিন ধরে চোরাই পথে এসব অনিরাপদ মাংস এনে ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই অভিযান জনস্বাস্থ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে পুলিশ।
What's Your Reaction?






