ছুটি না পেয়ে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন উৎপল

চট্টগ্রামের সিইপিজেড এলাকার এলসিবি গার্মেন্টসে কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে কর্তৃপক্ষের ‘অবহেলা ও অমানবিক আচরণের’ অভিযোগের মধ্য দিয়ে। নিহত উৎপল তঞ্চঙ্গ্যা (২২) ওই প্রতিষ্ঠানে ফিনিশিং হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
কারখানাসূত্রে জানা গেছে, উৎপল গতকাল থেকেই ডায়রিয়ায় ভুগছিলেন। অসুস্থ শরীরে তিনি একাধিকবার ছুটির আবেদন করলেও কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। চাকরি হারানোর আশঙ্কায় বাধ্য হয়ে কাজে যোগ দেন তিনি।
আজ (বুধবার) সকালেও আরও দুর্বল শরীরে দ্বিতীয়বার ছুটি চাইলে কর্তৃপক্ষ আবারও তা প্রত্যাখ্যান করে। দুপুরে পরিস্থিতি আরও অবনতি ঘটলে কান্নাজড়িত কণ্ঠে তৃতীয়বার ছুটি চেয়ে আবেদন করেন উৎপল। শেষ পর্যন্ত বিকেল ৪টার দিকে ছুটি মঞ্জুর হলেও তখন তার শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি দাঁড়াতেও পারছিলেন না।
তাকে দ্রুত বেবজা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।
উৎপলের সহকর্মী পূর্ণা চাকমা অভিযোগ করে বলেন, "উৎপল ভাইয়ের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়। ছুটি না দিয়ে জোর করে কাজ করানো এবং অসুস্থ অবস্থায় সাহায্য না করাটাই তাকে মেরে ফেলেছে।"
এ ঘটনায় কারখানাটির বিরুদ্ধে শ্রমিক নির্যাতন, মানবিক মূল্যবোধের ঘাটতি এবং প্রতিষ্ঠানিক অবহেলার অভিযোগ উঠেছে।
শ্রম অধিকার নিয়ে কাজ করা একাধিক সংগঠন বলছে, এ ধরনের মৃত্যুকে কেবল দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া যাবে না। এটি কাঠামোগত হত্যাকাণ্ডের শামিল।
উৎপল তঞ্চঙ্গ্যার মৃত্যু আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—শ্রমিকের জীবনের চেয়ে উৎপাদন অনেক বেশি গুরুত্বপূর্ণ এ শিল্পখাতে।
What's Your Reaction?






