ওয়েলকেয়ার গ্রীন সিটির জমি দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

মাহবুবুল আলম, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
May 20, 2025 - 23:03
 0  5
ওয়েলকেয়ার গ্রীন সিটির জমি দখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

ওয়েলকেয়ার গ্রীন সিটির জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন পূর্বাচল ওয়েলকেয়ার গ্রীন সিটির প্লট মালিকরা। মঙ্গলবার (২০ মে) বিকাল ৪টায় প্রকল্প কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে মালিকরা অভিযোগ করেন, ওয়েলকেয়ার গ্রীন সিটি একটি বৈধ ও অনুমোদিত হাউজিং প্রকল্প। এখানে হাজার হাজার মানুষ জমি কিনে ঘর নির্মাণের স্বপ্ন দেখছেন। কিন্তু সম্প্রতি জলসিড়ি আবাসনের একটি পক্ষ সন্ত্রাসী কায়দায় প্রকল্প এলাকার জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

মালিকরা আরও বলেন, দখলকারীরা প্রকল্পের অফিসে ভাঙচুর চালিয়েছে এবং কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। প্রতিদিনই তারা নানা রকম হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। তাদের এমন অপচেষ্টা দেশের আবাসন খাতের জন্য এক অশনিসংকেত।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ওয়েলকেয়ার গ্রীন সিটির প্রায় ১,৪০০ জন গ্রাহক আছেন, যারা নিজেদের কষ্টার্জিত অর্থে জমি কিনেছেন। তারা বলেন, “আমরা এই অবৈধ দখলের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাব। পাশাপাশি, মাননীয় সেনাপ্রধানের কাছে আকুল আবেদন করছি—জলসিড়ি আবাসন যেন এ ধরনের বেআইনি পদক্ষেপ বাস্তবায়নের চেষ্টা না করে। অন্যথায় আমরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

প্লট মালিকরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow